হারান মিত্র, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের মাসুদ শেখের মেয়ে মিম দীর্ঘদিন চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল।
এ বিষয়টি পরিবারের চোখে পড়লে ৮ম শ্রেনী পড়ুয়া মিমকে (১৩) মিমের বাবা তার ইচ্ছার বিরুদ্ধে উপজেলার বানা ইউনিয়নের রুদ্র বানা গ্রামের হাদী আবুল কালামের ছেলে হাদী মামুনের (২০) সাথে গত এক মাস আগে বিবাহ দেন। বিবাহে মিম রাজি ছিলো না বলে পরিবারের লোকজন জানান।
মাত্র ১ মাসের বিবাহে সামান্য কয়েকদিন স্বামীর বাড়ীতে থেকে গত ১৫ দিন পূর্বে ওই গৃহবধূ স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে চলে আসে। শনিবার (০৫.১০.১৯) রাতে মিম তার প্রেমিক সুমনের মা মিমের আপন চাচী রাজিয়া বেগম রাজীর সাথে একই বিছানায় ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে তার বাবার ঘরে এসে একটি চিরকুট লেখে হাতে নিয়ে বাবার সোয়ার ঘরের আড়ার সাথে নিজ ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। মিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করীম বলেন, যে আত্মহত্যা করেছে তার বাবা থানায় লিখিত অভিযোগ করতেছে। লিখিত অভিযোগ পেলে তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হবে।