মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে চেম্বার অব কমার্সের আয়োজনে রাঙ্গামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বৃহস্পতিবার সকালে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী এ বানিজ্য মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অব কর্মাসের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উলাহ, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, মেলা কমিটির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও মেলায় এখনো শেষ মুর্হুতের প্রস্তুতি পুরোপুরি শেষ হয়নি। এখনো চলছে সাজসজ্জা আর স্টল প্রস্তুতিতে নির্মান কাজ। রংয়ের আঁচড়ে বৈচিত্র্যময় সাজসজ্জা মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে।
মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় কোন প্রবেশমূল্য ধরা হয়নি। সকলের জন্য মেলা উম্মুক্ত করা হয়েছে। মেলায় ৩৫টি ষ্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, এই বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রসার বাড়বে এবং পণ্যের মান হবে আরও উন্নত। বাণিজ্য সম্প্রসারণে নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার পাশাপাশি দক্ষতা ও পণ্যের মান বাড়ানোরও তাগিদ দেন তিনি।

