ফরিদপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ কর্মসূচির উদ্ভোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, October 17, 2019

ফরিদপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ কর্মসূচির উদ্ভোধন

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ কর্মসূচির উদে¦াধন ও ২০১৮ সালের ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উপর ভিত্তি করে অঞ্চল পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপপরিচালকের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারিপুর এর উপপরিচালক জি এম গফুর, গোপালগঞ্জ এর উপপরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম, শরীয়তপুরের উপপরিচালক মো. আমির হামজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোপাল কৃষ্ণ দাস, কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।

পরে প্রধান অতিথি ২০১৮ সালের ইঁদুর নিধন অভিযানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ, উপপরিচালক ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ডিটিও, এডিডি, ডিএই, ফরিদপুর, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কাশিয়ানী,গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমিন গবেষণা বিভাগ), বারি, ফরিদপুর, উপপরিচালক, বিএডিসি (বীজ বিপনন) ফরিদপুর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ব্রী) ভাঙ্গা, ফরিদপুর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, গোপালগঞ্জ অংশগ্রহণ করেন।

No comments: