স্ত্রী-সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯

স্ত্রী-সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- বায়েজিদ, তার স্ত্রী অঞ্জনা ও এইচএসসি পড়ুয়া ছেলে। মিরপুর ১৩ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের ১০/১ নম্বর বাড়ির তিন তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ডিউটি অফিসার এসআই এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনে কাফরুল থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
পুলিশ জানায়, “বায়েজিদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। অন্যদের লাশ বিছানায় পড়ে ছিল।

বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, স্বজনরা ফোন দিয়ে তাদের না পেয়ে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
ওই বাসায় পাওয়া একাধিক চিরকুট পাওয়া গেছে জানিয়ে পুলিশ জানায়, বায়েজিদ ব্যবসা করতেন। কিন্তু নানা কারণে ব্যবসায় লস হচ্ছিল। এ অবস্থায় তার মধ্যে হতাশা দেখা দেয়। বুধবার রাতের কোনো একসময় স্ত্রী ও সন্তানকে খাবারের সাথে কিছু মিশিয়ে হত্যা করে বায়েজিদ আত্মহত্যা করেন।

Post Top Ad

Responsive Ads Here