পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৮, ২০১৯

পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

                                        আজকের বিক্ষোভ মিছিল পেয়াজের জামায়ত ইসলাম এর ছবির ফলাফল
 সময় সংবাদ ডেস্ক//
রাজশাহীতে দীর্ঘদিন পর বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। দুপুরে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিলের পর সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পিয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জামায়াত নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কারণে এই সরকারের পদত্যাগ চান জনগণ। তবে সমাবেশে বক্তা হিসেবে কোনো নেতার নাম সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। 

এদিকে জামায়াতের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ব্যাপারে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ কিছু জানেন না উল্লেখ করে বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে তারপরে বলতে পারব।' 

তবে একটি গোয়েন্দা সংস্থা বলছে, খুব দ্রুততার সঙ্গে অত্যন্ত গোপনে মিছিল ও সমাবেশ করে ঘটনাস্থল ত্যাগ করে জামায়াত নেতাকর্মীরা। 

উল্লেখ্য, গত দেড় বছর ধরে রাজশাহীতে কোনো কর্মসূচি পালন করে নি জামায়াত।

Post Top Ad

Responsive Ads Here