আক্কেলপুরে মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২। ওহনড়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, November 07, 2019

আক্কেলপুরে মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিল সহ আটক-২। ওহনড়ী

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে পৌর সদরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৮ বোতল ফেন্সিডিল একটি মোটরসাইকেল সহ ২ জন শীর্ষ অন্তঃজেলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।

গত বুধবার (৬-ই নভেম্বর) রাত ৮ ঘটিকায় বর্তমান জয়পুরহাট জেলা জুড়ে ব্যাপক আলোচিত আক্কেলপুর থানার নবাগত ওসি"র নেতৃত্বে প্রতিদিনের ন্যায় আক্কেলপুর পৌর সদরে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে থানা"র (এসআই) মোঃ আব্দুল আলীম এর পরিচালনায় (এএসআই) মোঃ আবুল কালাম,ও (এসআই) মোঃ আব্দুল হাসিব সহ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে আক্কেলপুর সরকারি মজিবুর রহমান ডিগ্রী কলেজ এর ২ নং গেট সংলগ্নে আহসান হাবিব ইলেক্ট্রোনিক্স দোকানের সামনে এসে দাঁড়ানো একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল ব্যাগ ভর্তি ২ জন মাদক ব্যবসায়ী ওখানে অবস্থান করিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে মাদক ব্যবসায়ী বাবু হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করলে ওসি উক্ত স্থানে উপস্থিত হয়ে মোটরসাইকেল টি তাল্লাসি চালিয়ে আরও ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করে থানায় নেয়া হয়।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের মৃতঃ- আব্দুল জব্বারের ছেলে মোঃ শামীম হোসেন বাবু (২৬) একই উপজেলার ছোটমানিক গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ বাবুল হোসেন বাবু (৩৮)।

থানা ও স্থানীয় সূত্র জানা যায় তাদের ব্যবহৃত একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলে যোগে চালক শামীম হোসেন বাবু তার পিছনে বসা বাবু হোসেন এর হাতে থাকা একটি কালো রং এর কাপরের ব্যাগ হইতে ৫০ বোতল ও ওসি"র উপস্থিতর পর আটককৃতদের স্বীকারোক্তী মতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের তৈলের ট্রাকিং ও ব্যাটারীর সাইট কাভার থেকে তাদের রাখা অভিনব কায়দায় আরও ১৮ বোতল বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করে থানায় নেয়া হয়।এমনকি  আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২/৩ টি করে মাদকের মামলা রয়েছেও বলেও জানা যায়।

এ বিয়ে আক্কেলপুর থানার নবাগত  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ জানান আটককৃতরা অন্তঃজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মোটরসাইকেল যোগে জেলার পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ সকল প্রকার মাদক বিক্রয় চালিয়ে আসছিলেন এরা একটি মাদক চক্র,৬- ই নভেম্বর রাত সাড়ে ৭ টায় একটি গোপন সংবাদের ভিক্তিতে এ চক্রকে আক্কেলপুর থানা পুলিশ আটক করতে সক্ষম হয় বলে তিনি আরও জানান আমি থানায় যোগদানের পর থেকেই আক্কেলপুর উপজেলা কে মাদক মুক্ত একটি উপজেলা গড়ার লক্ষ নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছি যা অব্যাহত থাকবে পাশাপাশি তিনি মাদক মুক্ত উপজেলা গড়তে সর্বস্তরের জনগনের সহযোগীতাও কামনা করেন এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে সকালে তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে।

No comments: