রাজশাহীতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে জোর করে গর্ভপাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৮, ২০১৯

রাজশাহীতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে জোর করে গর্ভপাত

ধর্ষণ এর ছবির ফলাফল"

 সময় সংবাদ ডেস্ক//
রাজশাহীর দুর্গাপুরে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে রবিবার রাতে দুর্গাপুর থানায় ধর্ষণ মামলা হয়েছে। মাজেদুর দুর্গাপুর পৌরসভার সিংগা মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাজেদুর গত ১৩ আগস্ট তার প্রতিবেশী ওই স্কুলছাত্রীর বাড়ি ফাঁকা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। পরবর্তীতে ওই স্কুলছাত্রী গর্ভবতী হয়ে পড়লে গত ১০ অক্টোবর মাজেদুর তাকে গর্ভপাত করানোর জন্য জোরপূর্বক ওষুধ খাইয়ে দেয়। পরে ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে রক্তপাত শুরু হলে বিষয়টি সম্পর্কে তার পরিবারের সদস্যরা জানতে পারেন। গত ১৪ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই স্কুলছাত্রীর গর্ভপাত করানো হয়। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা জানান, থানায় ধর্ষণের অভিযোগে এনে ওই স্কুলছাত্রীর মা মামলা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসামি মাজেদুর পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here