সাংবাদিকের চোখে গুলি, প্রতিবাদে চোখে ব্যান্ডেজ নিয়ে সংবাদ পাঠ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

সাংবাদিকের চোখে গুলি, প্রতিবাদে চোখে ব্যান্ডেজ নিয়ে সংবাদ পাঠ


সময় সংবাদ ডেস্ক//
ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদে দুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পড়তে দেখা গেছে। 

সোমবার রাত ৯টার খবরে ফিলিস্তিন টিভিতে দুই প্রেজেন্টার চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পাঠ করেন। 


শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে এক সাংবাদিক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এক চোখে ব্যান্ডেজ প্রদর্শন করে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। 

জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, গুলির কারণে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। 

এ বিষয়ে ইসরায়েলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

Post Top Ad

Responsive Ads Here