লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭


সময় সংবাদ ডেস্ক//
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এপিকে জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত একটি বিস্কুট কারখানায় বিমান হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে বলেন, নিহতদের মধ্যে ১ বাংলাদেশি রয়েছেন। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এ বছরের এপ্রিল থেকে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

Post Top Ad

Responsive Ads Here