প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে অ্যাসিড নিক্ষেপ: যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৭, ২০১৯

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে অ্যাসিড নিক্ষেপ: যুবক আটক

 সময় সংবাদ ডেস্ক//
শনিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদী গ্রামের এক সন্তানের জননী গৃহবধুকে এক বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীরে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া হয়েছে। অ্যাসিড নিক্ষেপের স্বীকার ওই গৃহবধুর নাম স্বরসতী মালো (২৩), স্বামীর নাম চৈতন্য মালো। অ্যাসিড নিক্ষেপকারী বখাটে যুবকের নাম সুজন কুমার হলদার (২৮), পিতা শুশীল কুমার হলদার, বাড়ী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামে। এ ব্যাপারে রোববার গৃহবধুর ভাসুর কৃষ্ণ বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৫। ওই গৃহবধু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দিকে অ্যাসিড নিক্ষেপকারী বখাটে যুবক সুজন কে পুলিশ অভিযোগের দুই ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে।

জানাগেছে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামের শুশীল কুমার হলদারের ছেলে সুজন পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের জগন্নাথদী গ্রামের চৈতন্য মালোর স্ত্রীকে প্রায় দুবছর যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার শালিশী বৈঠক অনুষ্ঠিত হয় এবং সুজনকে সতর্ক করে দেওয়া হয় যাতে এ যাতীয় ঘটনা আর না ঘটায়। এর ফলে শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের সময় ওই গৃহ বধু রান্না করা অবস্থায় তার শরীরে বাম পাশে মাথা, মুখ, ঘাড়, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অ্যাসিড নিক্ষেপ করে ওই বখাটে যুবক পালিয়ে যায়। গৃহবধুটি এখন এসিয দগ্ধ শরীরের বিভিন œঅংশের যন্ত্রনা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বখাটেকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান বলেন অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ্যে আসামি সুজন হলদারকে আটক করা হয়েছে। এখন তাকে কঠিন বিচারের জন্য যা করার দরকার করা হবে।

Post Top Ad

Responsive Ads Here