ভোলা ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণঃ অতঃপর ধর্ষিতার মায়ের মৃত্য!ধর্ষক আটক। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯

ভোলা ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণঃ অতঃপর ধর্ষিতার মায়ের মৃত্য!ধর্ষক আটক।

এ,কে এম গিয়াসউদ্দিন ভোলা//
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৯নং ওয়ার্ডের বাসিন্দা সফিজল হকের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী লিজাকে দুলাল নামে এক ট্রাকের ড্রাইভার কর্তৃক ধর্ষণের দরুন অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে।

সাফিজলের স্ত্রী নাজমা বেগম মেয়ের এরূপ খবর শুনে হৃৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে মারা যান বলে এমন অভিযোগ করেছেন সাফিজলের পরিবার।

অভিযোগ কারী বলেন প্রতিবেশী কাচিয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজিজুল হকের স্ত্রী ইয়ানুর নামের জনৈক এক লোভী মহিলা দুলালকে এই অপকর্ম করতে সহায়তা করায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষিত হয়েছে।

এই বিষয়ে লালমোহন সার্কেলের অ্যাডিশনাল এসপি মোঃ রাসেলুর রহমানের নির্দেশনায় বোরহাউদ্দিন থানার ওসি মো. এনামুল হক ধর্ষক দুলালকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হন।

তবে ধর্ষকের সহযোগী ইয়ানুর বেগমকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ওসি।

Post Top Ad

Responsive Ads Here