শৈলকুপার পাইকারী বাজারে নষ্ট পেঁয়াজ ৫ ও ভাল ৮ হাজার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

শৈলকুপার পাইকারী বাজারে নষ্ট পেঁয়াজ ৫ ও ভাল ৮ হাজার



ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের বাজারে আগুনঝরা দাম। সাপ্তাহিক বাজার মঙ্গলবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভ খুঁজতে কোমর বেঁধে হাটে নেমেছেন। প্রতিমন পেঁয়াজ ৫ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দূর্গন্ধযুক্ত পঁচানষ্ট, অঙ্কুরিত পেঁয়াজের দাম ৪ থেকে ৫ হাজার টাকা, আর ভাল পেঁয়াজের দাম সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। তবে বাজার ঘুরে বড় কোন আড়তদার, মজুৎদারের গুদামজাত করা পেঁয়াজের দেখা মেলেনি। পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খুচরা পেঁয়াজের মূল্য। অপরদিকে বাজারে আর দেখা নেই নতুন মুড়ি পেয়াঁজের, চাষীরা বলছেন আরো ৩ সপ্তাহের আগে নতুন মুড়ি পেঁয়াজ বাজারে আসার সম্ভাবনা নেই। খুচরা বাজারে ২’শ  থেকে আড়াইশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, মাঠে থাকা মুড়ি পেঁয়াজ তুলতে কৃষকের অন্তত আরো দু’তিন সপ্তাহ সময় লাগতে পারে। 

তিনি আরো বলেন শুধু পেঁয়াজ নয়, বাজার নিয়ন্ত্রনে রাখতে সব কৃষি পন্যরই যথাযথভাবে সংরক্ষনের বিষয়ে কৃষকদের আরো যতœশীল হতে হবে।
হাসানুর রহমান

Post Top Ad

Responsive Ads Here