ফরিদপুর প্রতিনিধি :
অন্যায়ের প্রতিবাদ করে কোন প্রতিকার না পেয়ে না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের এক সাধু বন্ধু সেবক ব্রক্ষচারী। আজ ভোর রাতের দিকে তিনি শ্রীঅঙ্গনের নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করেন।
স্থানীয়রা জানান, মৃত্যুর ঠিক আগ মূহুর্তে তিনি তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে আঙ্গিনার অভ্যন্তরের ঘটে যাওয়া নানা অনিয়ম নিয়ে প্রতিবাদ করে একটি পোষ্ট দেন। এতে তিনি গত তিনদিন ধরে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারন সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রক্ষচারীর সাথে বিরোধ চলে আসছিল বলে পোষ্টটিতে উল্লেখ করেন। আর এরই জের ধরে তিনি আতœহত্যা করেছেন বলে তার পোষ্টে লিখেন।
সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
তার দেয়া ফেসবুক পোষ্টটি তুলে ধরা হলো-
জয় জগদ্বন্ধুৃ হরি
শ্রীধাম শ্রীঅংগন ফরিদপুর।
জীবনের শেষ লেখা শেষ কথাঃ
এভাবে পৃথিবী ছেড়ে যাবার কথা ছিল না। পরিস্থিতির কারনে যেতে হচ্ছে। কলংককে মৃত্যুর সমান মনে করি। এর জন্য দায়ী শ্রীঅংগন মহানাম সমপ্রদায়ের সাঃ সম্পাদক বিজ্ঞান বন্ধু । তারই ষড়য্এের শিকার হয়েিছ। দুই নারীকে আমার বিরুদ্ধে ব্যবহার করে ব্যক্তি স্বাথ হাসিল চিওের মানুষ। অনুরোধ করব দুবলতা ঝেড়ে ফেলুন। জেগে ওঠুন। বহুমুখী গনতন্এের ভিওিতে সংগঠন গড়ে তুলুন। মহানাম সম্প্রদায়ে সাধুর অভাব নেই। আছে শুধুই মনের অভাব। সবাইকে ডেকে ঐক্য গড়ে তুলুন ।
আমার আত্মাহুতির মধ্য দিয়ে শ্রীঅংগনের ও সম্প্রদায়ের মধ্যকার আসুরিক শক্তির বিনাশ ঘটুক। শুভ শক্তির উদ্বোধন হোক জাগরন ঘটুক এই কামনা করি। প্রভুর নাম স্মরন করতে করতে ফাঁসির দড়ি গ্রহন করব এবং নাম করতে করতে চলে যাব। পাপ পুণ্য কোটাই আমায় স্পশ করবে না আমার বিস্ব্যাস
জয় জগদ্বন্ধু হরি।
বন্ধু সেবক ।


