আবরার হত্যা: বুয়েটে সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, December 04, 2019

আবরার হত্যা: বুয়েটে সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে সব ধরণের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। 

নির্মম এ হত্যাকাণ্ডের পর বুয়েট প্রশাসনকে দেওয়া তিনটি দাবির দুটি পূরণ হওয়ায় সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করলেন শিক্ষার্থীরা।

বুধবার বিকেল চারটায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মাহমুদুর রহমান সায়েম।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ঘটনার পর অন্দোলনে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে বুয়েটে চিরদিনের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সেইসঙ্গে ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। 

আবরার হত্যা মামলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন ৪ জন। পলাতক আসামিদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। 

No comments: