পাঁচ সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা করলেন ভারতীয় জওয়ান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

পাঁচ সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা করলেন ভারতীয় জওয়ান


সময় সবাদ ডেস্ক//
পাঁচ জওয়ানকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন ভারতের আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের এক সদস্য। বুধবার দেশটির ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ভারত-তিব্বত সীমান্ত এলাকায় কাদেনার ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কোনো এক বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের রহমান খান নামে এক জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালালে পাঁচ জওয়ান নিহত হন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ছত্তিশগড়ের পুলিশ মহাপরিদর্শক ডিএম আয়াস্থি বলেন, যে জওয়ান তার পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন, তিনি নিজেও নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। আহতদের আকাশ পথে দ্রুত রায়পুর হাসপাতালে নেওয়া হয়েছে। শিগগিরই এ গোলাগুলির আসল কারণ জানা যাবে বলে জানান তিনি। 

Post Top Ad

Responsive Ads Here