শৈলকুপায় সাংবাদিককে কুপিয়ে জখম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০২, ২০১৯

শৈলকুপায় সাংবাদিককে কুপিয়ে জখম

সময় সংবাদ ডেস্ক//
ঝিনাইদহের শৈলকুপায় মফিজুল ইসলাম নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে। মফিজুল ইসলাম বার্তা সংস্থা এফএনএস, দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি। তিনি শৈলকুপা প্রেসক্লাবের সহ-সভাপতি। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এ সময় তার ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আহত মফিজুল ইসলাম বলেন, সোমবার সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিজ বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ধলহরাচন্দ্র গ্রামের ধীরেন মন্ডলের ছেলে সঞ্জয়, সাধন, অজয় এবং একই গ্রামের সুভাস, সুজনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা কেটে যায় বলে জানান। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শৈলকুপা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম মফিজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে শৈলকুপা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি এম হাসান মূসার সভাপতিত্বে সোমবার দুপুরে এক জরুরী সভা ডেকে সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here