ভাতিজার শাবলের আঘাতে চাচা খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

ভাতিজার শাবলের আঘাতে চাচা খুন

সময় সংবাদ ডেস্ক//
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে ভাতিজার শাবলের আঘাতে চাচা ইসরাফিল হোসেন (৩৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ভাতিজা মিলনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে। নিহত ইসরাফিল হোসেন কয়া মসিজদ পাড়ার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে চাচা ইসরাফিলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ভাতিজা মিলন। একপর্যায়ে মিলন ঘর থেকে শাবল বের করে ইসরাফিলের মাথায় আঘাত করে। পরে ইসরাফিলকে গুরুতর জখম অবস্থায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল যশোরে মারা যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, এ ঘটনায় ভাতিজা মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here