টাঙ্গাইলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

টাঙ্গাইলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল//
“আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা দূর্নীতি দমন কমিশন কার্যালয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের বিভাগীয় উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা দূর্নীতি দমন কমিশনের সমন্বিত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, দূর্নীতি আজ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দূর্নীতির কারণে আজ উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। বক্তারা দূর্নীতির বিরুদ্ধে আইনের কঠোরতা ও সামাজিক ঐক্য গড়ে তোলার আহŸান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ।

Post Top Ad

Responsive Ads Here