ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই ছাত্রের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

সময় সংবাদ ডেস্ক//
ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। 

শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র রবিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ফাগুন। রবিন হাজী মুহম্মদ মুহসীন হল আর নাহিদ বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।

এর আগে ঢাকা বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা শামস ও শুভ নামের ব্যক্তিদের ধরে তাদের মারধর করে রবিন ও নাহিদসহ কয়েকজন। পরে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে তারা।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আজ(শুক্রবার) তাদের কোর্টে চালান করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here