ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে গাজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ দল, ইং- ১৮/১২/১৯ তারিখ মাদকউদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ রাকিব হোসেন, পিতা- মোঃ আব্দুল বারেক, সাং- কাষ্টসাগড়া,থানা - শিবালয়,জেলা- মানিকগঞ্জ ও মোঃ আনোয়ারুল ইসলাম,পিতা- মৃত সুরুজ্জামান,সাং- বহরের ভিটা,থানা- চিলমারী,জেলা- কুড়িগ্রাম তাদের নিকট থেকে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে ডিবি পুলিশ।