ভোলা ইউপি নির্বাচনঃদুলার হাট দু'গ্রুপের মামলায় জ্ঞাত অজ্ঞাত ৪১৭ আসামী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

ভোলা ইউপি নির্বাচনঃদুলার হাট দু'গ্রুপের মামলায় জ্ঞাত অজ্ঞাত ৪১৭ আসামী



চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি ঃ
চরফ্যাশন দুলার হাট নুরাবাদ ইউনিয়ন নির্বাচনে আধীপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থীত নৌকা মার্কার প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান ও আনারস মার্কার সতন্ত্র প্রার্থী মোঃ আনারস হোসেনের সমর্থকদের মধ্যে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় দুলার হাট থানায় ৪১৭ লোককে আসামী করে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

সতন্ত্র প্রার্থীর পক্ষে মোঃ শাহেআলম বাদী হয়ে জ্ঞাত৫৭ জন অজ্ঞাত  ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন যার মামলা নং০৪।

এদিকে নীলকমল ইউনিয়নের জখম হওয়া আবুল বাশার পন্ডিতের পক্ষে ঈমাম হোসেন নয়ন বাদী হয়ে জ্ঞাত ৩৯ অজ্ঞাত ১০/১২ যার নং০৫ এবং নৌকা মার্কার পক্ষে মোঃ ফরহাদ হোসেন জ্ঞাত ১৫২ অজ্ঞাত ৯০/১৩০ অজ্ঞাত আসামী যার মামলা নং০৬ দায়ের করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধবতন কর্মকর্তারা।

দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ২৪ ঘন্টার মধ্য  সুষ্ঠ তদন্তের আলোকে প্রতিবেদন  দাখিল এবং  উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম তিন দিনের মধ্য দুই প্রার্থীকে জবাব দাখিলের জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য দুলার হাট বাজারের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারের বাজার পন্ড হওয়া ও লোকসানে ব্যবসায়ীদের মাঝে ভীতিকর ও ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।

নির্বাচনী আচরন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে শনিবার বিকাল চারটায় উপজেলা নির্বাচন কমিশনার,নির্বাহি অফিসার,চরফ্যাসন সার্কেল এএস পি,নির্বাহী মেজিষ্ট্রেটএর সমন্বয়ে নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের পরবর্তী করনিয় দিক প্রশাসনের কঠোরতায় সচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সম্মন্ন হওয়া বিশদভাবে পরামর্শ প্রদান করা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here