মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় সন্দেহে ৬ অনুপ্রবেশকারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় সন্দেহে ৬ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ৬ জনকে আটক করেছে বিজিবি। রোববার সকালে উপজেলার সস্তা বাজার থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে প্রায় ৩১১ জনকে আটক করা হলো। বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এসময় সস্তা বাজার থেকে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করা হয়। বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা দাবি করে তারা কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারত গিয়েছিল। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাসে ২’শ ৬০ জন ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬১ জনকে আটক করলো বিজিবি।


Post Top Ad

Responsive Ads Here