ঝিনাইদহে জাপানী ভাষা শিক্ষা ও শ্রমবাজার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

ঝিনাইদহে জাপানী ভাষা শিক্ষা ও শ্রমবাজার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত



ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে আর টি ইন্টারন্যাশনাল ল্যাগুয়েজ সেন্টারের উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা ও জাপান যেতে ইচ্ছুকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে  শহরের আরাপপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রেনিং সেন্টারের অফিস রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।জাপান দু’টি ক্যাটাগরিতে ১৪টি সেবা খাতসহ, কৃষি, শিল্প, ও নির্মাণখাতে বিশেষ দক্ষ ও জাপানিজ ভাষায় পারদর্শী ৩লাখ ৩৫ হাজার কর্মী নিয়োগ দেবে বলে জানা গেছে। তবে যাওয়ার যোগ্যতা হিসেবে নারী পূরুষ যেকোন কর্মীকে জাপানি ভাষা জানতে হবে এবং ১৪টি দক্ষতার মধ্যে একটিতে দক্ষ হতে হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

ঝিনাইদহে দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যে এই প্রথম আর টি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ ইমদাদুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ তৌফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানি ভাষা শিক্ষার প্রধান প্রশিক্ষক সাব্বির হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা এবং সহকারী প্রশিক্ষক জাপান ল্যাঙ্গুয়েজ (টিআরজি) সেন্টারের আয়াতুল ইসলাম আয়াত, সিওই এবং সহকারী ইনস্ট্রাক্টর আয়াতুল ইসলাম, হাবিবুর রহমান মাহিন, আইটি অফিসার আজিজুল ইসলাম, কাস্টমার রিলেশন অফিসার নাদিয়া ইসলাম, লিপি আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মোঃ সমশের আলী।

Post Top Ad

Responsive Ads Here