ঝিনাইদহের মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাট্স’র শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

ঝিনাইদহের মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাট্স’র শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা



ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের স্বনামধন্য মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাট্স’র ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা: শেখ কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএইচটি’র প্রাক্তণ অধ্যক্ষ ডা: দুলাল কুমার চক্রবর্তী, ম্যাটস’র অধ্যক্ষ ডা: মুন্সী রেজা সেকেন্দার, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাট্স’র উপাধ্যক্ষ ডা: রতন কুমার পাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাট্স’র ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এম আরিফ হাসান। এসময় বক্তারা, বিদায়ী শিক্ষার্থীদের সেবার মনোভাব নিয়ে ভবিষ্যতে মানুষকে সেবা দেওয়ার জন্য আহ্বান জানান। আলোচনা সভা শেষে ২য় ও ৩য় ব্যাচের ৭০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।


Post Top Ad

Responsive Ads Here