ঝিনাইদহে ট্রাফিক পুলিশের মাঝে নতুন মোটর সাইকেল প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের মাঝে নতুন মোটর সাইকেল প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ও নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের জন্য সরকারের ২০২১ রূপকল্প অর্জনের লক্ষে দেশের বিভিন্ন জেলার মত ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টের মাঝে নতুন ৬টি মোটর সাইকেল প্রদান করা হয়েছে। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী জানান, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)এর নির্দেশ মোতাবেক রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস্ মাঠে জেলার ৬ জন ট্রাফিক সার্জেন্টের মাঝে মোটর সাইকেল প্রদান করা হয়। তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলাকে যানজট মুক্ত ও দূর্ঘটনা রোধে নতুন এই যানবাহন অগ্রনী ভূমিকা রাখবে। যাতে করে জেলার ট্রাফিক সেবা অতি সহজে সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌছে দিতে পারে।

Post Top Ad

Responsive Ads Here