চরফ্যাশন আবুবকরপুর ইউনিয়নে ভিক্ষুকমুক্ত করনে প্রায় সাড়ে আট লাখ টাকার সামগ্রী বিতরন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

চরফ্যাশন আবুবকরপুর ইউনিয়নে ভিক্ষুকমুক্ত করনে প্রায় সাড়ে আট লাখ টাকার সামগ্রী বিতরন।

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ
ভোলা চরফ্যাশনে ভিক্ষুকমুক্ত করতে ৮,৪৩,৭৫০ টাকার সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ (০৩ডিসেন্বর) মোঙ্গলবার  আবুবকরপুর ইউনিয়নে মোট ৫১ জন ভিক্ষুকের মাঝে ৮,৪৩,৭৫০টাকার ভিক্ষুকমুক্তকরণ সামগ্রী বিতরন করা হয়েছে।

জানা যায় ১১ জনকে একটি করে গরু ১২ জনকে ২ টি করে ছাগল ১৮ জনকে মোট ৩৯০ টি হাঁস ১ জনকে ২০ টি মুরগী এবং ১ জনকে সেলাই মেশিন) বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন আখন,আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম পরিষদের ইউপি সদস্য স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমজীবী জনসাধারণ সে সময় উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here