সাতক্ষীরায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

সাতক্ষীরায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা


সময় সংবাদ ডেস্ক//
সাতক্ষীরায় বিনামূল্যে ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর সহযোগিতায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আগতদের পুলিশ লাইন অফিসে এ চিকিৎসা সেবা দেয়া হয়। 

এসময় পুলিশ সদস্য ও তাদের পরিবার পরিজনসহ বিভিন্ন স্থান থেকে আগত জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় তাদেরকে বিনামূল্যে প্রযোজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। 
বিনামূল্যে এই চিকিৎসা সেবার কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সহকারী পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন, পুলিশের কালিঞ্জ সার্কেল জামিরুল ইসলাম, দেবহাভা সার্কেল ইয়াসিন আলী, তালা সার্কেল হুমায়ন কবীর, বিশেষজ্ঞ ডাক্তার ইমরুল কায়েস, জিমি, রাবেয়া সুলতানা রিমি প্রমুখ। 

বাংলাদেশর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর ১১২তম ক্যাম্পেইনের মাধ্যমে ৯৫ সদস্যের একটি টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। 

Post Top Ad

Responsive Ads Here