মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রসাশক এস এম শফি কামাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিন আক্তার, বিভিন্ন মানবাধিকার সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।