সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এক হাজার বৃক্ষ চারা রোপন করা হয়েছে। উপজেলার গাজীরটেক ইউনিয়নের কারিকর ডাঙ্গী গ্রামের মেইন সড়ক ঘেষে বৃক্ষচারা রোপন ও বিতরন করা হয়।
এসব বৃক্ষচারা রোপন ও বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন বিশেষ অতিথি িেহসবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো: সেলিম হুসাইন, সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন সাহা ও ইউপি সদস্য মাসুদ ফকির প্রমূখ।
জানা যায়, রোপনকৃত চারাগুলোর মধ্যে ৪৫০টি চারা সড়কের পাশ দিয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও ৫৫০টি সহ মোট এক হাজার বৃক্ষ চারা রোপন করা হয়।