সন্তানকে মাঠেই দুধ পান করালেন নারী খেলোয়াড় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

সন্তানকে মাঠেই দুধ পান করালেন নারী খেলোয়াড়

সময় সংবাদ ডেস্ক//
একদিকে অধিনায়কত্ব, অন্যদিকে মাতৃত্ব। দুই বড় দায়িত্বকে একসূত্রে বেঁধে নজির গড়লেন মিজোরামের ভলিবল খেলোয়াড় লাভেনতুলাঙ্গি ভেনি। খেলার মাঝে সবার অনুমতি নিয়ে নিজের সাত মাসের সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন তিনি। তার সাহসিকতা, মানবিকতা সবকিছুকেই সোশ্যাল মিডিয়ায় সম্মান জানানো হচ্ছে।

মিজোরামে ৯ থেকে ১৩ ডিসেম্বর রাজ্য গেমসের আসর বসেছে। যেখানে তুইকুম কেন্দ্রের ভলিবল দলের অধিনায়ক লাভেনতুলাঙ্গির দুধ পান করানো দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন কয়েকজন আলোকচিত্রী। যে ছবিতে ভারতের নেতিবাচক ধ্যানধারণা সমূলে উপড়ে গিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে, যেখানে এই ছবিকে বলা হচ্ছে ‘ভালোবাসার অঙ্গীকার’। সেই নজরকাড়া মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর তোলপাড় শুরু হয়।

সাত মাসের সন্তানকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন লাভেনতুলাঙ্গি। মাঠের বাইরের এই দায়িত্ব পালনের পাশাপাশি দলকে জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি।

এই ছবি দেখে রাজ্যের ক্রীড়ামন্ত্রী রোমাউইয়া রয়তে খুশি হয়ে লাভেনতুলাঙ্গির জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।


Post Top Ad

Responsive Ads Here