জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে সাবাই মিলে গড়ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি শীর্ষক শ্লোগানে আক্কেলপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-১৯-ইং পালিত হয়েছে।

সোমবার (৯-ডিসেম্বর) সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে পতাকা উত্তোলন, গণস্বাক্ষর, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আক্কেলপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম।

এ সময়ে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিরেন দাস,আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম তিতাস রাব্বি সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা সকেল কে ঐক্যবদ্ধভাবে কাজ করে দুর্নীতি মুক্তি সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Post Top Ad

Responsive Ads Here