ফরিদপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

ফরিদপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা


ফরিদপুর প্রতিনিধি :
বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে আদালত চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহŸায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি দিদারুল মাহমুদ টিটু, আরমান হোসেন, যুগ্ন সম্পাদক নুরুল আলম, নাসির খান, খন্দকার ওমর ফারুক রাজু, জব্বার জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব অভিমুখে রওনা হলে পথিমধ্যে ফরিদপুর পৌরসভার সামনে পৌছে একটি ভ্যানযোগে একদল পুলিশ এসে তাদের বাধা দেয়। এসময় মিছিল থামিয়ে নেতৃবৃন্দ সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

Post Top Ad

Responsive Ads Here