মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ও পৌরসচিব তফিকুল আলম ভারতের দিল্লি এবং রাজস্থানে ৪ দিনব্যাপী সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন বিষয়ক কর্মশালা শেষে মেহেরপুরে ফিরলে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার মেহেরপুর পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর সচিব তফিকুল আলম,প্র্যাকটিক্যাল এ্যকশন বাংলাদেশের প্রতিনিধি তানভীর আহমেদ,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,কাউন্সিলর আল মামুন,জাফর ইকবাল,নুরুল আশরাফ রাজীব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, উন্নত পৌর এলাকা গড়তে তার এই সফরের অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং শহরের উন্নয়ন করতে তিনি বদ্ধপরিকর। এর আগে পৌর মেয়র ও সচিবকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।