সিলেটের বিপক্ষেও দাপুটে জয় রাজশাহীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯

সিলেটের বিপক্ষেও দাপুটে জয় রাজশাহীর


 সময় সংবাদ ডেস্ক//
সিলেট থান্ডারকে একশর আগেই আটকে রেখে ছোট রান তাড়ায় ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় তুলে নিয়েছে রাজশাহী রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারানোর পর সিলেটকেও উড়িয়ে দিয়েছে তারা। ফলে টানা দুই জয় পেল আন্দ্রে রাসেলের দল।

বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯১ রানেই গুটিয়ে যায় সিলেট। মাত্র ১০.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজশাহী। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে নেমে ৪ ওভারেই ৩৫ রান তুলে নেন ওপেনার রনি তালুকদার আর জনসন চার্লস। রনি তালুকদার ১৭ বলে করেন ১৯ রান। আর চার্লস ১০ বলে করেন ১৬ রান।
তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ১৮ বলে ২০ রান করে বিদায় নেন। জীবন মেন্ডিস ০ রানে ফিরলেও দলপতি মোসাদ্দেক হোসেন ২১ বলে করেন ২০ রান। ১৩ বলে ১০ রান করেন নাজমুল হোসেন মিলন। শেষ দিকে নাঈম হাসান ১, নাভিন উল হক ২, ক্রিসমার সান্তোকি ০, নাজমুল ইসলাম ০, এবাদত হোসেন ১ রান করেন।

রাজশাহীর দলপতি রাসেল ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। তাইজুল ২ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২ ওভারে ১৪ রান দিয়ে উইকেট পাননি পেসার আবু জায়েদ রাহি। ৩ ওভারে ১৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন অলোক কাপালি। রবি বোপারা ৩ ওভারে ১০ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। আর ফরহাদ রেজা ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে পান আরও দুটি উইকেট।

৯২ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার হজরতউল্লাহ জাজাই ইনিংসের প্রথম ওভারে বিদায় নেন। আরেক ওপেনার লিটন দাস ২৬ বলে ৭টি চারের সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন। মাঝে আফিফ হোসেন ২৫ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন ৩০ রান। শোয়েব মালিক ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের নাঈম হাসান এবং নাভিল উল হক একটি করে উইকেট তুলে নেন।

Post Top Ad

Responsive Ads Here