মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর পৌর এলাকার ইজিবাইক মেহেরপুর শহরের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে মেহেরপুর কোর্ট এলাকা,মেহেরপুর কলেজ মোড়, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক,পুলিশ লাইনের সামনে সহ শহরের বিভিন্ন হাইওয়ে সড়ক এলাকায় চেকপয়েন্ট বসিয়ে পৌর এলাকার ইজিবাইক হাইওয়েতে ওঠা বন্ধ করে দিয়েছে পুলিশ। এখন থেকে পৌর এলাকার ইজিবাইক কেবলমাত্র পৌর এলাকায় চলাচল করবে।