জামিন পেয়েই প্রতিশোধ নিতে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০১৯

জামিন পেয়েই প্রতিশোধ নিতে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা


 সময় সংবাদ ডেস্ক//
ভারতের হায়দরাবাদের এক তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে মারা হয়। এ ঘটনা নিয়ে এখনো উত্তাল ভারত। এ ঘটনার রেশ না কাটতেই ফের নৃশংস ঘটনা ঘটল উত্তরপ্রদেশের লখনউতে। 

২৩ বছর বয়সী এক তরুণীকে পুড়িয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে গণধর্ষণে অভিযুক্ত ৫ যুবকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিহার থানা এলাকায়। জেল থেকে বেরিয়েই ওই তরুণীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে অভিযুক্তরা। গত বছর গণধর্ষণের শিকার হন ওই তরুণী। 

জানা গেছে, বৃহস্পতিবার ওই তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। তরুণীর দেহের ৭০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দোষীদের গ্রেফতার করা হয়। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। 

ধর্ষণকাণ্ডের মামলা চলছিল। তরুণী আদালতে যাওয়ার সময়েই এই ঘটনা ঘটায় অভিযুক্তরা। এ ঘটনায় ঘটনায় ক্ষোভ জানিয়েছে উত্তর প্রদেশের রাজনৈতিক মহল। সূত্র : জি-নিউজ

Post Top Ad

Responsive Ads Here