মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সার পাচারকালে হাতিয়ায় ৯ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০২, ২০২৫

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সার পাচারকালে হাতিয়ায় ৯ জন আটক

 

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সার পাচারকালে হাতিয়ায় ৯ জন আটক
মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সার পাচারকালে হাতিয়ায় ৯ জন আটক

মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তিনটি বোট এবং প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।


শনিবার (১ নভেম্বর) রাতের বিশেষ অভিযানে এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। পরদিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে সন্দেহজনক তিনটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১,১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়। এসব সার অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দকৃত সারগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২৮ হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড।


আটককৃতদের পরিচয়:

আবুল কাশেম (৪৫) — পিত্তমখালী, কক্সবাজার

সালাউদ্দিন (২৮) — উরিরচর, সন্দ্বীপ

সোহেল (৩৫) — দামপাড়া টাইগারপাস, চট্টগ্রাম

বাহার (৫৭) — শূন্যের চর, হাতিয়া

আক্তার হোসেন (২৮) — দোহার, ঢাকা

আনোয়ার হোসেন (৩৭) — আঠিয়াতলি, লক্ষ্মীপুর

সাহেল (২৮) — ফাজিলপুর, ফেনী

নেছার উদ্দিন (৩৭) ও সম্রাট মিয়া (১৬) — রাজাবাড়ি, পিরোজপুর


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”




Post Top Ad

Responsive Ads Here