ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৩, ২০২৫

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুর

 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুর
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুর

নাজমুল হাসান নিরব :

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে তার সমর্থকদের তৈরি করা নির্বাচনী গেট ভেঙে দেওয়া ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।


এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত ব্যক্তি এসব ভাঙচুরের কাজ করেছে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।


এ প্রসঙ্গে মুফতি রায়হান জামিল বলেন, “এগুলো কোনো আঘাত নয়, বরং বিজয়ের লক্ষণ। যে গেট ভেঙে ফেলা হয়েছে, যে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে—সবই একদিন জয়ের গল্প বলবে, ইনশাআল্লাহ। আলোকে কখনো অন্ধকার ঢেকে রাখতে পারে না।”


তিনি আরও বলেন, “গরিব-অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে থানাকে জানিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেব।”


এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, “মুফতি রায়হান জামিল এ বিষয়ে আমাকে মুঠোফোনে জানিয়েছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গেট-পোস্টার বা ব্যানার ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে পারে।”


উল্লেখ্য, কিছুদিন আগে মুফতি রায়হান জামিল ১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসেন। এরপর মাত্র ১ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেও ব্যাপক সাড়া ফেলেন এলাকায়। মানবিক ও জনমুখী এসব উদ্যোগের কারণে তিনি ফরিদপুর-৪ আসনের জনগণের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন।




Post Top Ad

Responsive Ads Here