মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব এর উদ্যোগে এলাকার কবর খননকারীদের মাঝে পোশাক ও কবর খননের কাজে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নুরুল আশরাফ রাজিবের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবর খননকারী সদস্যদের হাতে পোশাক এবং কবর খননের কাজে ব্যবহৃত সামগ্রী তুলে দেন। কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রফিকুল আলম, মল্লিক পাড়া জামে মসজিদের ইমাম হাসান ইমাম, মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।