ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা ।
বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন গাজিপুর জেলার সাধারন সম্পাদক বশির আহমেদ, ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মস্তোফা আকন্দ, চরভদ্রাসন প্রতিনিধি লুৎফর রহমান, সদরপুর প্রতিনিধি আতিয়ার রহমান, বোয়ালমারী প্রতিনিধি সৈয়দ দেলোযার হোসেন, সালথা প্রতিনিধি ইছাহাক মোল্লা প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর শাখার সাধারন সম্পাদক মোঃ নিজাম আহমেদ। মতবিনিময় সভা শেষ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর ৯টি উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।