মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরের বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে মহিলা স্বেচ্ছাসেবী সমিতির মধ্যে এসকল চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৪০টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৭লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার ড.মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।