১০ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে কোয়েনটি! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

১০ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে কোয়েনটি!

ডেস্ক খবর:
বিশ্বের সবচেয়ে দুর্লভ কয়েনগুলোর একটি হচ্ছে ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের ছবি সংবলিত কয়েন। এটি সবচেয়ে দামি কয়েন হিসেবে বিক্রির রেকর্ড করেছে দেশটিতে। কয়েনটি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৪০ লাখ টাকায়।

যুক্তরাজ্যের কয়েন তৈরিকারী প্রতিষ্ঠান দ্য রয়্যাল মিন্ট জানায়, একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এই কয়েনটি বিক্রি করা হয়েছে।  

পরীক্ষামূলকভাবে রাজা এডওয়ার্ডের নামে মাত্র ছয়টি কয়েন বানানো হয়েছিল। এর মধ্যে দুইটি কয়েন বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন অবস্থায় আছে আর বাকি চারটি রয়েছে জাদুঘরে।

সর্বশেষ বিক্রির আগে এই কয়েনটির মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহক। ২০১৪ সালে এক নিলাম থেকে ৫ কোটি ৪০ লাখ টাকায় তিনি কয়েনটি কিনেছিলেন। সর্বশেষ বিক্রিতে কয়েনটির মূল্য ১০ কোটি চল্লিশ লাখ টাকা হওয়ায়, এটিই বর্তমানে ব্রিটেনের সবচেয়ে দামি কয়েন।

দ্য রয়্যাল মিন্টের সংগ্রাহক সেবা শাখার প্রধান রেবেকা মরগ্যান বলেন, ‘দ্য এডওয়ার্ড এইট সভরেইন’ কয়েনটি বিশ্বের সবচেয়ে দুর্লভ ও সংগ্রহ করার মতো একটি কয়েন। তাই ব্রিটেনে কয়েন বিক্রির তালিকায় এটি যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

১৯৩৬ সালের জানুয়ারি মাসে যখন রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসনে আরোহণ করেন, তখন পরীক্ষামূলকভাবে তার ছবি দিয়ে ছয়টি কয়েন তৈরি করা হয়। তবে কয়েনগুলো কখনোই বাজারে আসেনি কারণ ওই বছরই রাজা ওয়ালিস সিম্পসন নামে একজন বিধবা নারীকে বিয়ে করার জন্য ব্রিটিশ সিংহাসন ত্যাগ করেন। ব্রিটেনের প্রচলিত রীতি অনুযায়ী, রাজা এবং চার্চের প্রধান হিসেবে শাসনকর্তারা কখনোই বিধবা কোনো নারীকে বিয়ে করতে পারতেন না।

পদত্যাগের আগে জনতার উদ্দেশ্যে দেয়া ঐতিহাসিক এক ভাষণে এডওয়ার্ড বলেন, যে নারীকে আমি ভালোবাসি তার সাহায্য ও সমর্থন ছাড়া রাজকার্যের এই দায়িত্বের বোঝা আমার পক্ষে বহন করা সম্ভব না। তাই রাজা হিসেবে আমি আমার দায়িত্ব থেকে সরে গেলাম।

১৯৩৭ সালে কয়েনটি বাজারে আসার কথা থাকলেও ১৯৩৬ সালেই সিংহাসন ত্যাগ করেন রাজা অষ্টম এডওয়ার্ড।

Post Top Ad

Responsive Ads Here