ভ'য়ঙ্ক'র হচ্ছে পরিস্থিতি, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হা'মলা, উৎ'কণ্ঠায় যুক্তরাষ্ট্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৫, ২০২০

ভ'য়ঙ্ক'র হচ্ছে পরিস্থিতি, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হা'মলা, উৎ'কণ্ঠায় যুক্তরাষ্ট্র




সময় সংবাদ ডেস্ক//
ভ'য়ঙ্ক'র হচ্ছে পরিস্থিতি, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হা'মলা, উৎ'কণ্ঠায় যুক্তরাষ্ট্র
আন্তর্জতিক ডেস্ক : ভ'য়ঙ্ক'র হচ্ছে পরিস্থিতি। চ'রমে উঠল আমেরিকা এবং ইরানের মধ্যে সং'ঘাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যেকোনও মুহূর্তে বিশ্বে তৃতীয় বিশ্বযু'দ্ধ বেঁধে যেতে পারে। কেননা, এরই মধ্যে ইরাকে আমেরিকার স্থাপনার ওপর একের পর এক প্রত্যাঘা'ত করছে ইরান এয়ারফোর্স।

জানা গেছে, মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হা'মলা চালিয়েছে ইরান। ইরাকের মসুলে আল-কিন্দি সেনা ঘাঁটিতে হা'মলা চালিয়েছে ইরানের বিমান বাহিনী। এই ঘাঁটিতে বহু মার্কিন সেনা ছিলেন। এমনকি রাখা রয়েছে বহু যু'দ্ধা'স্ত্র'ও। আর সে কারণে এই ঘাঁটিকেই টার্গেট করেছে ইরান এয়ারফোর্স। গত কয়েক ঘণ্টায় মোট তিনবার অতর্কিতে মার্কিন বাহিনীর ওপর হা'মলা চালিয়েছে ইরান। খবর জেরুজালেম পোস্ট, জিউশ প্রেস, মিলিটারি টাইমস ও আল-আরাবিয়ার।



জানা গেছে, ইরাকে অন্যতম এই শক্তিশালী মার্কিন ঘাঁটি মসুলে। আর সেটি হা'মলার পর দা'উ দা'উ করে জ্ব'লছে। তবে এখনও পর্যন্ত হ'তাহ'তের কোনও খবর পাওয়া যায়নি। আশ'ঙ্কা করা হচ্ছে এই হা'মলায় বহু মার্কিন সেনার মৃ'ত্যু ঘটতে পারে। ক্ষ'য়ক্ষ'তির খবরও এখনও তেমনটা জানা যাচ্ছে না। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই পরপর মার্কিন বাহিনীর ওপর দুটি হা'মলা চালায় ইরান এয়ারফোর্স।

শনিবার ইরাকের গ্রিন জোনে মিসাইল হা'মলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরপর দুটি মিসাইল এসে পড়ে মার্কিন দূতাবাসের কাছেই। সঙ্গে সঙ্গে বেজে ওঠে সাইরেন। সতর্ক করা হয় মার্কিন কূটনীতিক ও সেনাদের।

উল্লেখ্য, জেনারেল সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের পর পাল্টা আ'ক্রমণের আশ'ঙ্কা করে ইরাকে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে আমেরিকা।

Post Top Ad

Responsive Ads Here