বিশ্ব ইজতেমা ১০ই জানুয়ারি জোর প্রস্তুতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০৪, ২০২০

বিশ্ব ইজতেমা ১০ই জানুয়ারি জোর প্রস্তুতি


সময় সংবাদ ডেস্ক//
টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমা প্রস্ততির কাজ। আগামী ১০ই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতি কাজ চলছে দ্রুত গতিতে। প্রতিবছর ন্যায় এবার ও ৩দিন করে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ১০ ও ১২ই জানুয়ারি ওলামা-মাশায়েক তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১২ই জানুয়ারি রোববার দুপুরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আসা মুসল্লিরা ১৩ তারিখ সকালের মধ্যে ময়দান ত্যাগ করবেন। পরে মাওলানা সা’দ পন্থি অনুসারী মুসল্লিরা আগামী ১৭ই জানুয়ারি রোববার বাদ ফজর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিবেন।

১৯ জানুয়ারি মধ্যাহ্নের পূর্বে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই গ্রুপের দুই পর্ব ২০২০ সালের বিশ্ব ইজতেমা। প্রতি পর্ব ইজতেমা কার্যক্রম শেষে জিম্মাদারগণ ময়দানের দায়িত্ব প্রশাসনের কাছে বুঝিয়ে দিয়ে যাবেন।  

গতকাল শুক্রবার ইজতেমা ময়দান সরজমিনে ঘুরে দেখা যায়, ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সবধরণের প্রস্তুতির কাজ। স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে ময়দানে কাজ করছেন। প্যান্ডেল তৈরির কাজ, রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা। ইতিমধ্যে প্রায় ৭০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। 

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আসা শফিকুল ইসলাম প্রায় দুশ’ জন ইজতেমার সাথী ভাই নিয়ে ময়দানে কাজ করতে এসেছেন। তিনি বলেন, আল্লাহর মেহমানরা ইবাদত বন্দেগি করতে আসবেন। তারা যেন সুন্দরভাবে ইবাদত বন্দেগি করতে পারেন সেই দিক খেয়াল রেখে ময়দানের কাজ করে যাচ্ছি। টঙ্গীর পাশে কামার পাড়া থেকে আসা মো. ইসমাইল হোসেন জানান, বিদেশী মেহমানদের কামরা পরিস্কার পরি”ছন্ন করছি। যাতে বিদেশী মেহমানরা ইজতেমা ময়দানে এসে চলাফেরায় কোন প্রকার কষ্ট না পান সেই দিকে লক্ষ রেখে কাজ চলছে। 

যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা ময়দানের (সাফাই) পরিষ্কার পরি”ছন্ন কমিটির জিম্মাদার ফকির আতাউর রহমান জানান, আগামী ১০ই জানুয়ারি থেকে টঙ্গীতে শুরু হতে যাচ্ছে ২০২০ সালের বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে চলছে প্রস্তুতি কাজ। ইতিমধ্যে প্রায় ৭০ ভাগের মতো ময়দানের কাজ সম্পন্ন হয়েছে। ১২ই জানুয়ারি দুপুরের আগে যেকোনো একসময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথমপর্বের ইজতেমা। তবে শুক্রবার থেকে ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই আগত মুসল্লিদের উদ্দেশ্যে আ’ম শুরু হবে।  ময়দানের সার্বিক প্রস্তুতির কাজ করেছেন মুসল্লিরা। পুরান ঢাকা থেকে আসা ১৬০ জনের একদল মুসল্লি ময়দানে কাজ করতে দেখা গেছে। ময়দানে কাজ করতে আসা মুসল্লি মোহাম্মদ আলী (৫৫) জানান, ইজতেমায় আগত মুসল্লিদের খেদমতের উদ্দেশ্যেই মাঠে আশা হয়েছে । 

তিনি বলেন, মাঠের প্রস্তুতি কাজ করতে প্রতি বছর আসি। আরেক মুসল্লি নিজাম উদ্দিন (৪৫) জানান, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিশ বছর যাবত ইজতেমা মাঠে কাজ করছি। তিনি আরও বলেন, আমরা সবসময় দুনিয়াবী কাজে মগ্ন থাকি। আখিরাতের নেকী হাসিলের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মিরপুর থেকে ২শ’ মুসল্লি আসছে ইজতেমা মাঠে স্বেচ্ছাশ্রমে কাজ করতে। ওই দলের একজন ছাত্র হাসিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আখেরাত সম্পর্কে জানা। তার সাথে আসা সবাই বলেছেন একই কথা। ৭৫ বছরের আবদুল আলী বলেন, এ দুনিয়া হচ্ছে ধোঁকার ঘর। আমরা জীবনে মানুষকে ধোঁকা দিয়েছি সেই গুনাহ থেকে মাফ পাওয়ার জন ইজতেমা মঠে এসেছি । 

উল্লেখ্য, তাবলিগ অনুসারির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা তিনদিন করে দুই পূর্বে অনুষ্ঠিত হয়ে আসাছিল। গত দুই বছর জোবায়ের ও সা’দ গ্রুপের মধ্যে সমস্যা দেখা দেয়ায় এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। প্রথম পর্ব আগামী ১০ই জানুয়ারি শুরু হয়ে ১৩ই জানুয়ারি জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ওলামা-মাশায়েকে (জোবায়ের) গ্রুপের বিশ্ব ইজতেমা। ১৭ই জানুয়ারি শুরু হবে সা’দ গ্রুপের ইজতেমা ১৯শে জানুয়ারি আখেরি মোনাজতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০ সালের দুই গ্রুপের দুই পর্বের বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের ইজতেমা ময়দানের জিম্মাদার ফকির আতাউর রহমান জানান,আগামী ১০ই জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এ উপলক্ষে ইজতেমার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। এ প্রস্তুতি কাজে সার্বিক সহযোগিতা করে আসছে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম। প্রতি বছরের মতো এবারও আগত মুসল্লিরা জেলাওয়ারী খিত্তায় অবস্থান করবে। তবে এবারই বিরতিহীনভাবে তিন দিন করে দুইপর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 মঞ্চ তৈরি: ইজতেমা উপলক্ষে ময়দানের পশ্চিম পাশে বিদেশী মেহমানদের জন্য তৈরি টিনসেট সংলগ্ন পঁশ্চিম কোনে লোহার পাইপ দিয়ে মঞ্চ তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। 

বিদেশী মেহমানদের তাঁবু তৈরি : বিদেশী মেহমানদের জন্য টিন দিয়ে তৈরি তাঁবুতে বিগত বছরে ন্যায় এবারও পাকা টয়লেট  তাদের সুবিধার্থে প্রায় তাবুঁগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও আরামদায়ক করে তোলা হবে বলে ইজতেমা প্রস্তুতি কাজে নিয়োজিত জোবায়ের অনুসারি মুরব্বিরা জানান।

ডাস্টবিন: ইজতেমা চলাকালে ময়দানে আগত মুসল্ল্লিদের ফেলানো উচ্ছিষ্ট ফেলার জন্য ময়দানের চারপাশে রিংয়ের তৈরি  পোর্টএ্যাবল ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। যাতে ময়লা আর্বজনা যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে। এব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুুব্বি ও সূরা সদস্য ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বলেন, ময়দানের প্রস্তুতিকাজ প্রায় শেষ পর্যায়ে। তাই ১০ই জানুয়ারি মধ্যে ময়দানের বাকি কাজ সম্পন্ন করতে বেশি সময় লাগবে না। আমার সাথে ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুর হাজী আবুল হাসনাত ও আবুল হাশেম রয়েছেন। আমরা চারজন সূরা সদস্য মাশোয়ারা করে ময়দানের প্রস্তুতি কাজ করছি। আশা করি, আগামী ১০ তারিখের আগেই প্রস্তুতিকাজ শেষ হবে। ইনশাআল্লাহ।

Post Top Ad

Responsive Ads Here