মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরের গাংনীতে ৪২৬ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হাড়াভাঙ্গা মোল্লাপাড়ার মজিবর রহমানের ছেলে সুমন (৩০) এবং একই গ্রামের সেন্টার পাড়ার রুহুল আমিনের ছেলে মিন্টু মিয়া (৩০)।
জানা গেছে, আটককৃত সুমন ও মিন্টু মিয়া ট্রলিতে করে গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে ফেন্সিডিল নিয়ে কুষ্টিয়া ত্রিমোহনীতে যাওয়ার সময় বালিয়াঘাট এলাকায় পৌঁছুলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ট্রলিতে থাকা দুটি বস্তাতে ৪২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, সহড়াতলা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ট্রলিতে করে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এস.আই আঃ হকের নেতৃত্বে এ.এস. আই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে সুমন ও মিন্টু মিয়া নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ট্রলিতে থাকা দুটি বস্তাতে থাকা ৪২৬ বোতল ফেন্সিডিলস উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।