চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোছলেম উদ্দিন বিজয়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২০

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোছলেম উদ্দিন বিজয়ী

নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ জয়ী হয়েছেন। বেসরকারী ভাবে তাকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

১৭০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় নৌকা পেয়েছে ৮৭,২৪৬ ভোট, ধানের শীষ পেয়েছে ১৭,৯৩৫ ভোট, টেলিভিশন পেয়েছে ১১৮৫ ভোট, চেয়ার পেয়েছে ৯৯২, কুঁড়েঘর পেয়েছে ৬৫৬ভোট এবং আপেল পেয়েছে ৫৬৭ ভোট। মোট ভোট পড়েছে  ২২.৯৪ শতাংশ।

মোছলেম উদ্দিন আহমদ ও মো. আবু সুফিয়ান ছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Post Top Ad

Responsive Ads Here