মেহেরপুরে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘সুপার কিংস’ জয়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২৫, ২০২০

মেহেরপুরে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘সুপার কিংস’ জয়ী

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে ভাইকিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে মেহেরপুর সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।


 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহফুজুর রহমান পোলেন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরত-ই খোদা রুবেল, শোভন সরকার প্রমুখ। এ টুর্নামেন্টে মোট ১৬ টি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হলো,ভাইকিংস ক্রিকেট ক্লাব, ফ্রেন্ডস ইলেভেন,যাদবপুর ক্রীড়া সংঘ,জাগো বাঙালি ক্লাব,লাইন ক্লিয়ার বুলস, তহবাজার ব্যবসায়ী সমিতি, ক্যাশবপাড়া একাদশ, সুপার কিংস, নিমতলা একাদশ, স্বরবর্ণ ক্লাব, নেপোলীক্লাব ,ভোরের ছোঁয়া স্মৃতি সংঘ, ওল্ড স্কুল, উইনার বয়েজ, ব্রাইট স্টার ও মুক্তিযোদ্ধা একতা ক্লাব। ভাইকিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে এ দিন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মুজিব বর্ষ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় সুপার কিংস জয়লাভ করেছে। সুপার কিংস ৮ উইকেটে মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে তহবাজার ব্যবসায়ী সমিতি ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলামিন সর্বোচ্চ ২৭ রান করেন। সুপার কিংস এর সাদ্দাম ৪ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে সুপার কিংস ৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাদ্দাম দলের পক্ষে অপরাজিত ৪০ রান করেন।

Post Top Ad

Responsive Ads Here