“ভাগ্যিস কাকার মার্কাটা হাতি হয় নাই!' - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২৫, ২০২০

“ভাগ্যিস কাকার মার্কাটা হাতি হয় নাই!'

ডেস্ক সংবাদ:জমে উঠেছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটব্যাংক ভারি করতে অনেকেই ব্যতিক্রমী সব পন্থা বেছে নিয়েছেন।


 নির্বাচনী এ আমেজের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এক ব্যক্তির ছবি। তাতে গলায় বিশাল আকারের মাছ ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে। আর এ ছবিকে ঘিরে নেটিজেনরা অনেক হাস্যরসাত্মক মন্তব্য করছেন। ঢাকা সিটি নির্বাচনকে ঘিরে এ ছবি ভাইরাল হলেও ছবিটি এ নির্বাচনেরই কোনো প্রার্থীর কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ছবিটি স্থানীয় পর্যায়ের কিংবা কোনো সংগঠনের নির্বাচনের সময় তোলা হতে পারে বলেও অনেকে মত দিয়েছেন। তবে নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকার এমন অভিনব কৌশল এখন অনেকেরই নজর কেড়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, 'ভাগ্যিস কাকার মার্কাটা হাতি হয় নাই!', 'এই লোকরে যে ভোট দিবে তার থেকে অশিক্ষিত আর কেউ হতে পারে না'।

Post Top Ad

Responsive Ads Here