শীতে কষ্ট পাওয়া এক শিশুকে শীতবস্ত্র কিনে দিলেন ইউএনও পূরবী গোলদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০৮, ২০২০

শীতে কষ্ট পাওয়া এক শিশুকে শীতবস্ত্র কিনে দিলেন ইউএনও পূরবী গোলদার

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরের সদরপুর উপজেলার ইউএনও পূরবী গোলদার তার নিজস্ব অর্থায়নে ছিন্নমূল এক অসহায় শিশুকে বাজারে নিয়ে গিয়ে শীতবস্ত্র কিনে তাকে পড়িয়ে দিলেন। সোমবার রাতে সদরপুর স্টেডিয়াম মাঠে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কাজ পরিদর্শনে গেলে তিনি শীতবস্ত্র অভাবে ওই শিশুটিকে শীতে কাঁপতে দেখেন। এরপর শিশুটিকে তার কাছে ডেকে এনে পরিবারের খোঁজ খবর নেন। 


এসময় শিশুটি বলেন, আমরা দুই ভাই এক বোন। আমার বাবা আমাদের ভরন পোষন করে না। আমার মায়ের উপর সংসার নির্ভর করে। পরে ইউএনও শিশু রহিমকে তার নিজস্ব তহবিল থেকে একটি শীতের নতুন জ্যাকেট কিনে দেন ও পরিবারের মাঝে সরকারি তহবিল থেকে ২টি কম্বল দেয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। 


এদিকে ইউএনও পূরবী গোলদারের এই মহানুবতার ভূয়সী প্রশংসা করছেন বিশিষ্টজনেরা। 

Post Top Ad

Responsive Ads Here