চারঘাট উপজেলায় সড়ক নির্মাণ-পূনঃনির্মাণের অন্ত নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২৫, ২০২০

চারঘাট উপজেলায় সড়ক নির্মাণ-পূনঃনির্মাণের অন্ত নেই

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী চারঘাট উপজেলায় পাকা সড়ক নির্মাণ,পূনঃনির্মাণের কাজের শেষ কোথায়? কত কাল আর চলবে এই ধাঁধাঁ গোলেকের খেলা? কোথায় আছে টেকশয় উন্নয়ন এবং একই রাস্তার কাজ বার বার কেন হচ্ছে কেন ? এমনি প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয় আ’লীগ দলীয় নেতা-কর্মীদের রয়েছে তদারকি। কে করবে এই সকল সমস্যার সমাধান।   

উপজেলার সড়ক ৬৫.৭৬ কিঃমিঃ, ইউনিয়ন সড়ক কিঃমিঃ, গ্রাম সড়ক (ক) ৪০৬.৬৩ কিঃমিঃ এবং খ এর ২৩০.৪২ কিঃমিঃ। যার মধ্যে পাকা ৬৮.৭৬ কিঃমিঃ, ৪৪.৪০ কিঃমিঃ, ১৪৯.৯৮ কিঃমিঃ এবং ২৭.১১ কিঃমিঃ। অপর দিকে উপজেলার ইউনিয়নের কাঁচা সড়ক রয়েছে ১.৫৬ কিঃমিঃ, গ্রাম (ক) ২৪৪.৮৮ কিঃমিঃ এবং খ এর ২৩০.৩১ কিঃমিঃ। 

বর্তমান সরকারের চলমান  দায়িত্বে উপজেলার বিভিন্ন উন্নয়নে অর্থ বরাদ্দের কোন কমতি নেই। কিন্ত সাধারন জনগনের চোখে ধাঁ ধাঁ গোলেকের খেলা দেখিয়ে আখের সঞ্চচয় করছে এক শ্রেনীর ঠিকাদার। সড়ক নির্মাণের কাজ হচ্ছে তবে টেকশয় নেই। সরজমিনে তার প্রমান মিলেছে। গত ১৮-১৯ অর্থ বছরের এসকল সড়ক নির্মাণের কাজ হয়েছিল যা বর্তমান সময়ে তা আবার পূনঃনির্মাণ হচ্ছে। 

উপজেলার মুক্তারপুর, ঝিকরা, হুজারপাড়া, নন্দনগাছী, মেরামতপুর, কাকরামাড়ি, শলুয়াসহ ০৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ভাল সড়ক পূনঃনির্মাণ করছে অথচ উপজেলার অনেক সড়ক চলাচলের অযোগ্য হয়ে আছে। তদুপরি নির্মাণে টেকশয় উন্নয়নের অভাব রয়েছে অনেক। যার তদন্তে সাপেক্ষে যথাযথ প্রমান পাওয়া যাবে বলে দাবি করেছেন এলাকাবাসী। 

আজ বৃহম্পতিবার উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন গনমাধ্যমকে জানান, প্রকৃত অর্থে, পূর্বের সড়ক গুলো টেকশয় করতেই ওই সকল সড়ক গুলো পূনঃনির্মান করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল রাস্তা সংস্কার করা হবে। ঠিকাদার কর্তৃক কোন অনিয়ম বা দূর্নীতি করার সুযোগ নেই।                 

Post Top Ad

Responsive Ads Here